শুক্রবার , ৩১ মার্চ ২০১৭ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে বাংলাভিশনের একযুগ পূর্তি উদযাপন

Paris
মার্চ ৩১, ২০১৭ ২:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বর্ণাট্য র‌্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে জনপ্রিয়  বেসরকারী চ্যানেল বাংলাভিশনের ১২ বর্ষপূতি। বর্ষপূতি উপলক্ষে শুক্রবার সকালে নগরীর সোনা দিঘী মোড় বাংলাভিশন রাজশাহী অফিসের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় বাংলাভিশন অফিসে এসে শেষ হয়।

 

পরে রাজশাহী সিটি প্রেসক্লাবে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাভিশনের রাজশাহী স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্যকে সাথে নিয়ে কেক কাটেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহিন আখতার রেণী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভকেট শফিকুল হক মিলন, ওয়ার্কার্স পার্টির মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ রায় দেবু, প্রবীন আইনজীবী অঙ্কুর সেন, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক ড. ফয়সাল কবির চৌধুরী লিংকন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তা, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক আলম।

 

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, খবর২৪ঘন্টটার চেয়ারম্যান নজরুল ইসলাম জুলু, রাজশাহী টিভি জার্নালিস্ট ফোরামের সভাপতি আহসান হাবিব অপু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল আলম সমাপ্ত খবর প্রমুখ।

স/আর

সর্বশেষ - মিডিয়ার সংবাদ