মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কমলা ২৭১, ট্রাম্প ২৬৭!

Paris
নভেম্বর ৫, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি ভোট পেতে হয়। নির্ধারিত সংখ্যার চেয়ে এক ভোট বেশি তথা ২৭১ ভোট পেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন কমলা হ্যারিসুএমনটাই অনুমান করছেন মার্কিন নির্বাচন বিশেষজ্ঞ নেট সিলভার। খবর নিউজউইক-এর।

আর প্রেসিডেন্ট পদে নির্বাচনে কমলার মূল প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ২৬৭ ইলেক্টোরাল ভোট পাবেন বলে অনুমান করছেন সিলভার।

নির্বাচনে দুই প্রার্থীর টাই হওয়ার সম্ভাবনা ০.৩ শতাংশ। যদি নির্বাচন টাই হয়, সেক্ষেত্রে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের নবনির্বাচিত সদস্যরা শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন। এমনটা হলে ট্রাম্প জিতে যাবেন বলে ধারণা করছেন সিলভার।

এর আগে অক্টোবরে দুইবার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন এই নির্বাচন বিশেষজ্ঞ। দুইবারই ট্রাম্পকে কমলার চেয়ে কিঞ্চিত এগিয়ে রেখেছিলেন তিনি। তবে নির্বাচনের ঠিক আগমুহূর্তে প্রকাশিত তার নতুন পূর্বাভাসে কমলার প্রেসিডেন্ট হওয়ার পূর্বাভাস দিয়েছেন তিনি।

নতুন পূর্বাভাস প্রকাশ করে সিলভার বলেছেন, ‘আমি যখন বলেছিলাম এবারের নির্বাচন একেবারে ৫০/৫০ হতে যাচ্ছে, তখন কিন্তু একটুও বাড়িয়ে বলিনি।’

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক