মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কমলা হ্যারিসের বিজয়ের জন্য প্রার্থনা দক্ষিণ ভারতীয়দের

Paris
নভেম্বর ৫, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পুরো বিশ্বের চোখই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে। এমনকী বাদ যায়নি দক্ষিণ ভারতীয় হিন্দু ধর্মগুরুদের দৃষ্টিও। সোমবার থেকে তারা কমলা হ্যারিসের বিজয়ের জন্য প্রার্থনা করে যাচ্ছেন।

কমলা হ্যারিস ভারতীয় এবং জ্যামাইকান বংশোদ্ভূত। তার মা ভারতের তামিল নাড়ুতে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রির জন্য পাড়ি জমান। কমলা হ্যারিস চেন্নাইতে তার নানার সঙ্গে শৈশবের স্মৃতি শেয়ার করেছেন। এছাড়া ভারতীয় ঐতিহ্য কীভাবে তার জীবনে প্রভাব ফেলেছে তাও তিনি অনেকবার বরেছেন।

তামিল নাড়ুর মাধুরি শহরে প্রতিষ্ঠিত হিন্দু গ্রুপ অনুশনাথের অনুরাগ্নি সংস্থার প্রতিষ্ঠাতা বাল্লু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের ভারতীয় উত্তর সূরি কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বিজয়ী হবেন এটাই আমাদের চাওয়া।

কমলা হ্যারিসের জয়ের জন্য মন্দিরে প্রার্থনা করছেন অনেক হিন্দু। দেব-দেবীদের পাশেই টাঙানো হয়েছে কমলার ছবি।

কমলা হ্যারিস প্রথমবার ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ায় অনেক ইন্ডিয়ান ভারতীয় উজ্জীবিত। তারা কমলা হ্যারিসকে একনিষ্ঠভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক