শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ছানার কোপ্তা রেসিপি

Paris
নভেম্বর ২, ২০২৪ ১০:৩৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ছানার কোপ্তা রেসিপি

উপকরণ:

৫০০ গ্রাম ছানা
২ চা চামচ ময়দা
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
২ চা চামচ টক দই
৭-৮ টা গোটা কাজু বাদাম
পরিমাণ মত কিসমিস অল্প
১ চা চামচ চালমগজ বাটা
১/২ চা চামচ আদা বাটা
২৫০ গ্রাম তেল
স্বাদ মত নুন ও চিনি
১/২ চা চামচ জিরে গুঁড়ো
১/৪ চা চামচ গোটা জিরে
২ টি শুকনো লঙ্কা
২ টি কাঁচা লঙ্কা
২ টুকরো দারচিনি
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো

পদ্ধতি:
ছানা র জল ঝরিয়ে ময়দা ও নুন দিয়ে মোলায়েম করে মেখে নিতে হবে। তা থেকে গোল গোল বল আকারে গড়ে তেলে ভেজে নিতে হবে।তেলে কাঁচা লঙ্কা ও গোটা জিরে দারচিনি শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে গন্ধ বের হলে তাতে টক দই ও চাল মগজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে জিরে গুড়ো আদাবাটা লঙ্কা গুড়ো হলুদ গুড়ো নুন ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে।তেল ছেড়ে দিলে ১ কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে। সেই সময় কিসমিস ও গোটা কাজু বাদাম দিয়ে দিতে হবে। এটা একটু ঝাল কম হয়। ভালো করে ফুটে গেলে রং পরিবর্তন হলে ছানার বল গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে গরম মশলা গুড়ো ছড়িয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।

সর্বশেষ - লাইফ স্টাইল