শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগকে যে পরামর্শ দিলেন চমক

Paris
অক্টোবর ২৫, ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিকমাধ্যমে নিজের মতামত দিয়ে থাকেন এই অভিনেত্রী। নিজের অবস্থান নিয়ে বরাবরই সাহসী চমক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষে অবস্থান নেন তিনি। বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করতে দেখা গেছে তাকে।

সম্প্রতি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণসহ নানা ধরনের অপরাধে জড়িত থাকায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করেছেন চমক। যেখানে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগকে উপদেশ দিয়েছেন।

থাক সোনারা মন খারাপ করো না উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন- ‘দিলাম বন্ধ করে কু*লীগের একমাত্র বিচরণের জায়গা ফেসবুক কমেন্ট সেকশন। এখন ওরা কই ঘেউ ঘেউ করবে, থাক সোনারা মন খারাপ করো না। প্রেসক্রিপশন দিচ্ছি তোমাদেরকে একটা।’

এরপর তিনি লেখেন- ‘এখন তোমরা ডায়াজেপাম ৫ মিলিগ্রাম খেয়ে ঘুম দাও, আর জপতে থাকো আপনা টাইম আয়েগা। সেডিল ৫ মিলিগ্রাম ১+ ০+১ প্রতিদিন খাবে যতক্ষণ না তাদের আপা ফিরে আসে।’

শেষে চমকের ভাষ্য, ‘আরও চেক-আপের জন্য অনুগ্রহ করে মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন যদি রোগীরা বিভ্রান্ত হন বা তাদের অবস্থান এবং ক্ষমতাকে হ্যালুসিনেট করেন। তবুও, যদি রোগীরা সুস্থ না হয় অনুগ্রহ করে যে কোনো পশুচিকিত্সকের সঙ্গে পরামর্শ নিতে পারে, তাদের সম্ভবত পাগল কুকুরের ভ্যাকসিন প্রয়োজন।’

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - বিনোদন