সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কঙ্গনার মন্তব্য শুনে যা বলেন সামান্থা

Paris
অক্টোবর ২১, ২০২৪ ৯:৪৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সম্প্রতি সমাজমাধ্যমে জন কলিনস নামে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘ডাইনিদের ভয় পাবেন না। বরং ডাইনিদের যারা পুড়িয়ে মারে, তাদের থেকে সাবধান হোন।’ এ মন্তব্যের প্রেক্ষাপটে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত নিজের মতামত প্রকাশ করেছেন।

কঙ্গনা জানিয়েছেন, সমাজে এখনো অনেক নারীর বিরুদ্ধে ডাইনির খেতাব দেওয়া হয়। বিশেষ করে, যেসব নারীরা স্বাধীনতা এবং নিজেদের মত প্রকাশ করেন, তাদের অনেক সময় ডাইনির মতো নিন্দিত করা হয়। তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে, আমাদের সমাজে এখনো নারীদের এইভাবে দমন করা হচ্ছে।’

এদিকে, কঙ্গনার মন্তব্যকে সমর্থন জানিয়েছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি বলেছেন, ‘আমাদের উচিত নারীদের প্রতি এই ধরনের বৈষম্য এবং অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া।’

কঙ্গনা তার পোস্টে লেখেন, ‘যে নারীদের আত্মসম্মান বোধ প্রবল, যারা নিজেদের মনের কথা বিশ্বাস করেন, যারা মুক্ত, যাদের দমিয়ে রাখা যায় না, যারা সমস্ত বেড়া ভেঙে এগিয়ে যেতে পারেন, তারাই আসলে ডাইনি। এই বৈশিষ্ট্যগুলিই এই নারীদের রহস্যময় ও ভয়ংকর করে তোলে। কিন্তু যারা অভিশপ্ত ও খাঁচায় বন্দি থাকতে ভালোবাসেন, তারাই এই নারীদের ভয় পান।’

কঙ্গনা মনে করেন, সমাজে শক্তিশালী নারীদেরই ডাইনি তকমা দেওয়া হয়। দাগিয়ে দেওয়া হয়, অলৌকিক ভাবে এরা সাহসী হয়ে উঠেছেন। তাই এই নারীদের শক্তি ও সাহস দেখে খাঁচায় বন্দি মানুষেরা তাদের পুড়িয়ে ছাই করে দিতে চান।

অভিনেত্রী লেখেন, ‘হিংসার মতো দুর্দশা কিছু হয় না। এই নারীদের দেখে আপনি হিংসা করবেন না কি এদের দেখে অনুপ্রাণিত হবেন, তা আপনার ওপর নির্ভর করছে। বুদ্ধি করে সিদ্ধান্ত নিন। খাঁচা ভেঙে বেরিয়ে আসুন ও মুক্ত হয়ে বাঁচুন।’

কঙ্গনার এ পোস্টে পূর্ণ সমর্থন জানান সামান্থা। পোস্টের প্রতিচ্ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন দক্ষিণী অভিনেত্রীও।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - বিনোদন