বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

Paris
অক্টোবর ১৭, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার জন্য যুদ্ধ করতে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনাকে প্রস্তুত করা হচ্ছে। উত্তর কোরিয়ার কিছু কর্মকর্তা ইতোমধ্যে ইউক্রেনে মোতায়েন করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এ দাবি করেছেন।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, উত্তর কোরিয়া রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে জেলেনস্কি বলেছেন, পিয়ংইয়ং কিয়েভের বিরুদ্ধে লড়তে কর্মীও পাঠাচ্ছে।
জেলেনস্কি ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে… উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কিছু অফিসার ইতোমধ্যেই রুশ শত্রুদের দখল করা ইউক্রেনের এলাকায় রয়েছে।”

তবে ঠিক কতজন সেনা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে তা তিনি জানাতে পারেননি।

জেলেনস্কি বলেন, “আমরা জানতে পেরেছি, উত্তর কোরিয়া প্রায় ১০ হাজার সেনাকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। একে তিনি ‘বিশ্বযুদ্ধের প্রথম পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।”

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনে যুদ্ধ করার জন্য স্থল বাহিনী এবং ‘অন্যান্য প্রযুক্তিগত কর্মী’ হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক