বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আন্দোলনে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত

Paris
অক্টোবর ১৭, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের জন্য প্রাথমিক পর্যায়ে ৩০ লাখ করে অর্থ অনুদান করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিহত ও আহতদের নিয়ে সরকার কাজ করছে। শহীদদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ভেরিফাই করা হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ধাপে সরকার থেকে শহীদ পরিবারকে ৩০ লাখ করে টাকা আমরা দেবো। পরবর্তীতে আরও তথ্য নিরূপণ ও যচাইয়ের ভিত্তিতে যারা তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তাদের ক্ষেত্রেও একই অবস্থান থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আহতেদের পুনর্বাসনের ক্ষেত্রেও আগামী সপ্তাহে একটা উদ্যোগ নেবো।’

গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা তৈরিতে সরকারকে ভুগতে হচ্ছে জানিয়ে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আন্দোলনের শহীদদের একটি ভেরিফায়েড তালিকা হয়েছে। সে সময় (আন্দোলন চলাকালে) হাসপাতালগুলোয় কাগজপত্র সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছিল। অনেক কাগজপত্র সরিয়ে ফেলার কারণে অনেক জায়গা থেকে তথ্য পেলেও হাসপাতালগুলোর সঙ্গে ক্রসচেক করতে পারছি না। আমাদের কাছে ভেরিফায়েড লিস্ট বাদেও আরেকটা তালিকা আছে, সেটা মাঠপর্যায় থেকে যাচাই-বাছাই করে আনতে হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে যেসব হাসপাতাল থেকে কাগজপত্র সরিয়ে নেওয়া হয়েছে, নির্দেশদাতা ও যারা সরিয়ে ফেলেছেন, তাদের বিষয়ে তদন্ত হচ্ছে। দোষীদের শাস্তির মুখোমুখি করবো।’

আহত ও নিহত পরিবারের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে বলেও তিনি জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আহতদের সব সরকারি-বেসরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা শুনতে পেয়েছি দু-একটি বেসরকারি হাসপাতাল থেকে অর্থ নেওয়া হয়েছে। এগুলো ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ ফেরত না দিলে ব্যবস্থা নেওয়া হবে। আহতদের দেশে-বিদেশে সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদেশে পাঠানোর জন্য সাত জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। আরও কারও বিদেশে পাঠানোর প্রয়োজন হলে সেটাও করা হবে।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়