সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইলিশ সামি কাবাব রেসিপি

Paris
অক্টোবর ১৪, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইলিশ সামি কাবাব
উপকরণ
১ কাপ ইলিশ মাছ বাটা
১/৪ কাপ বুটের ডাল বাটা
১ টে চামচ পেপে সিদ্ধ করে বাটা
৫ টি কাচা মরিচ কুচি
৫টি শুকনা মরিচ কুচি
১টে চামচ পেয়াজ কুচি
১/২ চা চামচ সাদা গোলমরিচ গুরা
লবণ পরিমানমত
তেল ভাজার জন্য
ডিম কোট করার জন্য
টোস্টের গুরা পরিমানমত
১/৪ চা চামচ হলুদ গুরা
 প্রস্তুত প্রণালী
👉ইলিশ মাছ ধুয়ে হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে কিন্তু জল যেন না থাকে,বুটের ডাল বা ছোলার ডাল ১ ঘন্টা জলে ভিজিয়ে রেখে ধুয়ে সিদ্ধ করে নিন যেন জল না থাকে।
👉প্রথমে মাছগুলো ঠান্ডা করে মাছের মাঝের বড় কাটা ফেলে দিয়ে মাছ মিহি করে বেটে নিন ,তারপর ছোলার ডাল ও সিদ্ধ করা পেপে বেটে নিন।
👉 মাছে তেল,ডিম ও টোস্টের গুরা ছারা সব উপকরন একসাথে মেখে নিন। হাতে তেল লাগিয়ে মাখানো মাছগুলো চপের মত বানিয়ে সেপ বানিয়ে নিন।
👉১টি ডিম ফেটিয়ে একটি কাবাব ডিমে ডুবিয়ে টোস্টের গুরায় গরিয়ে নিনর।এভাবে সবগুলো করা হলে নরমাল ফ্রিজ এ ১ ঘন্টার মত রেখে দিন,এতে টোস্টের গুরা ঝরে যাবে না ভাজার সময়।
👉 এবারে চুলায় একটা প্যান গরম করে পরিমান মত তেল দিয়ে গরম করে নিন। গরম তেল এ কাবাব গুলো দিয়ে দুইপাশ বামামি করে ভেজে নিন,খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না কারন মাছগুলো আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছে বলে।
👉 ভাজা হলে পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন।  বিকেল বেলার নাস্তায় অথবা রাতের ডিনারে পোলাও বা ইউলো রাইসের সাথে পরিবেশন করুন।

 

সর্বশেষ - লাইফ স্টাইল