শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আবারও পর্দায় রকস্টার পরমব্রত

Paris
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৬:১৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলাদেশের সিনেমায় তার পথচলা ‘ভুবন মাঝি’ দিয়ে। সবশেষ দেশের প্রেক্ষাগৃহে এ অভিনেতার ‘আজব কারখানা’ নামে একটি সিনেমা মুক্তি পায়। যেখানে তাকে একজন রকস্টারের চরিত্রে দেখা যায়। এটি পরিচালনা করেছেন শবনম ফেরদৌসি।

জুলাই মাসে মুক্তির পর বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে দর্শক হারিয়েছিল সিনেমাটি। এর মধ্যে হাসিনা সরকারের পতন ও নতুন সরকার গঠন হলেও দর্শকখরায় প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি নামিয়ে ফেলা হয়। তবে নতুন খবর, ফের প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে এটি।

পরিচালক শবনম বলেন, ‘যমুনা ব্লকবাস্টার সিনেমাসে প্রতিদিন সিনেমাটির দুটি শো চলছে। দর্শক চাহিদা আছে, এটি হয়তো আরও কয়েক সপ্তাহ চলবে এবং আমরা অন্য হলগুলোতেও মুক্তি দেওয়ার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘মুক্তির পর এক সপ্তাহের মতো চালিয়েছি, তারপর আন্দোলন শুরু হলে আমরা সিনেমার প্রচার বন্ধ করে দেই এবং হল থেকে নামিয়ে ফেলতে বলি। এখন তো পরিস্থিতি কিছুটা ঠিক আছে, সেই জন্যই আবারও দুটি শো চালু করা হয়েছে।’

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - বিনোদন