শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিল সম্পর্কে যা জানা গেল

Paris
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজা যুদ্ধের মধ্যেই লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ইসরাইল। জুনে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহকে হত্যা করে এ অভিযান শুরু। এরপর জুলাইয়ে ফুয়াদ শুকর এবং মুহাম্মদ নিমাহ নাসেরকে হত্যা করে ইসরাইলি সামরিক বাহিনী।

এবার পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে মধ্যপ্রাচ্য যখন উত্তাল, ঠিক সে সময় আরও এক হিজবুল্লাহ কমান্ডারকে খুন করল ইসরাইল। শুক্রবার ইসরাইল জানিয়েছে, তারা বৈরুতে এক বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যা করেছে।

ইসরাইলের দাবি, নিহত আকিল হিজবুল্লাহর অভিজাত ‘রাদওয়ান বাহিনীর’ জ্যেষ্ঠ নেতা ছিলেন। হামলার সময় তিনি একটি বৈঠকে ছিলেন। ওই সময়ে বৈরুতের এক গোপন আস্তানায় হিজবুল্লাহ ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠকটি চলছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সামরিক শাখা শীর্ষপ্রধান ফুয়াদ শুকরের পর আকিলকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরা হতো। ১৯৮০ুএর দশকে হিজবুল্লাহতে যোগ দেন আকিল।

ইসরাইলি সামরিক বাহিনীর তথ্যমতে, লেবাননের বাইরে অভিযান পরিচালনার ‘মাস্টারমাইন্ড’ ছিলেন আকিল। হিজবুল্লাহর অন্য জ্যেষ্ঠ সামরিক নেতাদের মতো আকিল প্রকাশ্যে আসতেন না। জনসমক্ষে উপস্থিতি, কিংবা কোনো বিবৃতিও দিতেন না।

আকিলকে হত্যার মিশন ছিল যুক্তরাষ্ট্রেরও। মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে, আকিল ‘তাহসিন’ নামেও পরিচিত। ১৯৮৩ সালের এপ্রিলে বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বোমা হামলায় তার ভূমিকা রয়েছে। এ হামলায় অন্তত ৬৩ জন মানুষ মারা গিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস ব্যারাকে হামলায়ও আকিলের ভূমিকা ছিল মনে করা হয়। ওই হামলায় নিহত হয়েছিলেন ২৪১ মার্কিন সেনা। মধ্যপ্রাচ্য একসঙ্গে এতো সেনা যুক্তরাষ্ট্র খুব কম হারিয়েছে। এসব হামলায় জড়িত থাকার অভিযোগে আকিলকে খুঁজছিল যুক্তরাষ্ট্র।

২০১৯ সালে যুক্তরাষ্ট্র তাকে ‘স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট’ হিসেবে আখ্যায়িত করে।

এদিকে ইসরাইলের গণমাধ্যম হারেৎজ জানিয়েছে, গত মঙ্গলবার পেজার বিস্ফোরণে আহত হলেও প্রাণে বেঁচেছিলেন আকিলও। শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। আর ওইদিন ইসরাইলের বিমান হামলায় নিহত হন।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক