শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কমলার সঙ্গে আর কোনো বিতর্কে না বসার সিদ্ধান্ত ট্রাম্পের

Paris
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৭:০৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই সিদ্ধান্ত জানান তিনি। ট্রাম্প স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না।’

তিনি প্রথম বিতর্ক হিসেবে গত জুন মাসে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বিতর্ককে উল্লেখ করেছেন। ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে বাইডেনের সরে যাওয়ার পর কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থিতা নেন। গত মঙ্গলবার হ্যারিস ও ট্রাম্পের মধ্যে দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হয়, যা টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ আয়োজন করে। এই বিতর্ক ৬ কোটি ৭০ লাখ দর্শক দেখেছেন।

কমলার প্রচার শিবির থেকে জানানো হয়, আগামী অক্টোবরে আবারও ট্রাম্পের সঙ্গে বিতর্কের জন্য প্রস্তুত রয়েছেন তিনি। ট্রাম্পও প্রথমে ফক্স নিউজ ও এনবিসি চ্যানেলে বিতর্কের জন্য সম্মতি দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাতে ডেমোক্রেটিক দলের উগ্র-বামপন্থী প্রার্থী কমরেড কমলা হ্যারিসের বিরুদ্ধে আমি জিতেছি। যারা হেরে যায়, তারা সবসময় বলে—’আমি আবার লড়তে চাই।’

মঙ্গলবারের বিতর্কে কমলার আক্রমণাত্মক ভূমিকা ট্রাম্পকে কিছুটা রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেয়। সিএনএনের একটি জরিপে দেখা গেছে, বিতর্কে কমলা ৬৩ পয়েন্ট পেয়েছেন, যেখানে ট্রাম্প পেয়েছেন ৩৭ পয়েন্ট। ইউগভের জরিপেও কমলা এগিয়ে রয়েছেন, পয়েন্ট ৪৩-৩২।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক