শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ধর্ম যার যার, অধিকার সবার: জামায়াত আমির

Paris
আগস্ট ৯, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘ধর্ম যার যার, অধিকার সবার। সুতরাং, কোথাও কোনও দুর্বৃত্তপনা সহ্য করা হবে না।’

শুক্রবার (৯ আগস্ট) দুপুর ৩টায় রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রশিবির নেতার জানাজার নামাজে অংশ নিয়ে একথা বলেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, ‘একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্রবিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছেন। এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জাতিকে আহ্বান জানাচ্ছি, যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন, তৎক্ষণাৎ প্রতিরোধ করতে হবে। আমরা কথা দিচ্ছি, বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত।

‘যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যাগুরু নয়। এ জন্য কে সংখ্যালঘু– এ প্রশ্নটি আমাদের কাছে অবান্তর। আমরা এসব দুর্বৃত্তপনা মানবতাবিরোধী কাজ মনে করি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে আদর্শবাদী দল জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে রায়হানের শাহাদাতের অবদান জাতি চিরকাল মনে রাখবে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পূর্বমুহূর্তে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়েছিলেন রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান (২৮)। সে সময় ছাত্রলীগের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।

সর্বশেষ - রাজনীতি