রবিবার , ৩০ জুন ২০২৪ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক কারবারী গ্রেপ্তার

Paris
জুন ৩০, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাঘা থেকে ফেন্সিডিলসহ এক চিহ্নিত মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্য শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঘার আলাইপুর এলাকা থেকে ফেন্সিডিলসহ ওই মাদক কারবারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর নাম লিটন (৪৫)। তিনি বাঘার রওথা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। লিটন রাজশাহীর কুখ্যাত মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব।

রোববার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিটনের বাগি বাঘার সীমান্তবর্তি এলাকায়। লিটন পেশায় রিকশচালক। তিনি যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফেন্সিডিল পাচার করে আসছিল। তারা সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। ইতোমধ্যে লিটন ফেনসিডিলসহ আটক হয়েছে।

র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লিটন ফেন্সিডিল নিয়ে বাঘার আলাইপুর গ্রামের নাদেরা সাকোর উপর অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে র‌্যাব রাত ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ২০৪ বোতল অউদ্ধার হয়। পরে তাকে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর