মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্গাপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার  

Paris
এপ্রিল ৩০, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ

 দুর্গাপুর প্রতিনিধি: 
রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়েও বৈধতা পেয়েছিলেন সবাই।  এদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর দপ্তরে লিখিতভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানান প্রার্থীরা।
মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, হাসেম আলী ও আব্দুল হক। এছাড়াও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন শারমিন আহমেদ পলি।
মোট ১২ জন প্রার্থীর মধ্যে এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে আব্দুল মজিদ সরদার ও শরিফুজ্জামান শরিফ। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, ব্যবসায়ী এস এম শামীম ফিরোজ ও মোসাকাব্বের সরকার জিন্নাহ। এছাড়া সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও সাবেক ইউপি সদস্য কহিনুর বেগম।
ইসি’র সিদ্ধান্ত অনুযায়ী এবার সরাসরি মনোনয়নপত্র দাখিলের সুযোগ না থাকায় অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন প্রার্থীরা। তবে প্রত্যাহারের জন্য আবেদন করতে হয়েছে স্ব-হস্তে।
উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (৩০ এপ্রিল)। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

সর্বশেষ - রাজশাহীর খবর