সিল্কসিটিনিউজ ডেস্ক:
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা সিরিয়ার হামা প্রদেশের মধ্যাঞ্চলীয় একটি গ্রামে বিমান হামলায় ১১ বেসামরিক লোক নিহত হয়েছে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, আইএসের দখলে থাকা ওকায়রাবাত গ্রামের একটি বাজারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
তিনি বলেন, ‘সম্ভবত এটি রাশিয়ার বিমান হামলা।’ তবে আলজাজিরা জানিয়েছে, নিরপেক্ষভাবে তারা এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
সিরিয়ান অবজারভেটরি সিরিয়া বিষয়ের তথ্যের জন্য নিজস্ব সোর্স নেটওয়ার্কের ওপর নির্ভর করে। ধরন, অবস্থান, ফ্লাইটের ধরন ও ব্যবহৃত অস্ত্রের ভিত্তিতে তারা নির্ধারণ করে, কাদের বিমান থেকে হামলা চালানো হয়েছে।
ওকায়রাবাত গ্রামের এই হামলা জঙ্গিগোষ্ঠীদের বিরুদ্ধে হামা প্রদেশে সিরিয়া ও তার মিত্র রাশিয়ার বিমান হামলার নতুন অধ্যায়।
শনিবার সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমান পালমিরা ও আশপাশে আইএসের অবস্থানে ব্যাপক হামলা চালায়। গত ছয় বছরের গৃহযুদ্ধের সময় পালমিরার দখল কয়েকবার হাতবদল হয়েছে।
গত বুধবার আইএসের কাছ থেকে পালমিরা পুনর্দখল করে রাশিয়ার সমর্থনে থাকা সিরিয়ার সরকারি বাহিনী।
সূত্র: রাইজিংবিডি