সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নগরীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

Paris
ডিসেম্বর ৪, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গোরহাঙ্গা কবরস্থানের উত্তর পাশের ফুটপাতের উপর থেকে সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নগরীর বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির সদস্যরা।

নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, ওই ব্যক্তির লাশটি গোরহাঙ্গা কবরস্থানের উত্তর পাশের ফুটপাতের উপর পড়ে ছিল। পথচারীরা তা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি আরো জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। লাশটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বোয়ালিয়া থানার অপমৃত্যু মামলা নং-৬৭, এছাড়াও লাশের পরিচয় জানার জন্য সিআইডি ও পিবিআই এর সহায়তা নেওয়া হয়েছে বলে জানান তিনি। কেউ এই ব্যক্তিকে চিনতে পারলে ওসি বোয়ালিয়া থানার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

 

সর্বশেষ - রাজশাহীর খবর