সিল্কসিটিনিউজ ডেস্ক:
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে একটি পুলিশ ফাঁড়িতে তালেবানদের হামলায় ১২ পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার প্রাদেশিক রাজধানী লস্কর গাহ-এর ওই ফাঁড়িটিতে শব্দবিহীন অস্ত্র ও গ্রেনেড নিয়ে এ হামলা চালায় তালেবান যোদ্ধারা। এ সময় তারা পুলিশের উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যায়। আফগান কর্মকর্তারা এ হামলা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন।
হেলমান্দের উপ-পুলিশ প্রধান জানান, তালেবান সদস্যরা শব্দহীন বন্দুক দিয়ে একজন রক্ষীকে গুলি করে হত্যার পর ফাঁড়িতে ঢুকে বাকি পুলিশ সদস্যদের উপর চড়াও হয়। এরপর সেখানে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে অন্যদের হত্যা করা হয়।
ফাঁড়িতে অবস্থানরত পুলিশ সদস্যদের মধ্যে কেউ তালেবানের পক্ষ নিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
হেলমান্দ প্রদেশের নিয়ন্ত্রণ ধরে রাখতে লস্কর গাহ এলাকাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দুই লাখ মানুষের বসবাস।
এদিকে আরেক হামলায় মারজাহ জেলায় আরও ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আফগান তালেবানের একজন মুখপাত্র জানান, ঘণ্টাখানেক ধরে চলা বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন।
সূত্র: বাংলা ট্রিবিউন