মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

Paris
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় পদ্মায় ডুবে নেয়াজুল ইসলাম নিনাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় গড়গড়ির বেংগাড়ি বাজারের নিচে পদ্মা নদীতে এই ঘটনাটি ঘটেছে। নিনাদ গড়গড়ি ইউনিয়নের বেংগাড়ি গ্রামের ও পলাশি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজিজুল ইসলাম নাহিদ সরকারের ছেলে।

জানা যায়, নিনাদ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে আগত চাচাত ভাই নাফিদ সরকার ও মির্জাদ সরকারের সাথে বেংগাড়ি বাজারের নিচে পদ্মা নদীর ধারে ঘুরতে যায়। তারা পদ্মার ধারে ঘুরতে ঘুরতে নিনাদ পা ফঁসকে পড়ে যায়। পদ্মা নদী গভীর পাড় হওয়া তাকে তাৎক্ষনিক উদ্ধার করতে পারেনি। শিশু নিনাদ শ্রোতে ভেসে যাচ্ছিল। এ সময় তাদের চিৎকারে মাছ ধরা নৌকা এসে নিনাদকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষনা করে।

তার মৃত্যুর খবর জানার পর থেকে মা হুসনে আরা বেগম ও বাবা তাজিজুল ইসলাম নাহিদ কোন কথা কলতে পারছিলনা।
এ বিষয়ে গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, শিশুর চাচাত ভাইয়েরা অনেক দিন পর পর বাড়িতে বেড়াতে আসে। তারা সকাল ৮টার দিকে বেংগাড়ি বাজারের এক দোকান থেকে চ্যুইংগাম নিয়ে পদ্মার ধারে বেড়াতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। তবে শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া মেনে এসেছে।

সর্বশেষ - রাজশাহীর খবর