বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজনৈতিক সহিংসতা বন্ধে ট্রাইব্যুনাল চায় আ. লীগ

Paris
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ১:৩৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে কানাডার আদালতে দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি রুখতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

 

আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে প্রতিক্রিয়া জানান প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

 

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি যে সহিংস ঘটনা ঘটিয়েছিল, তা বন্ধে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে রাজনীতির নামে সহিংস ঘটনার পুনরাবৃত্তি না হয়। তিনি বলেন, এ রায়ের পর বিএনপির রাজনীতিতে ও নেতৃত্বে আমূল পরিবর্তন আনা প্রয়োজন।

 

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যে রাজনৈতিক চরিত্র হারিয়ে একটি সন্ত্রাসী সংগঠনে রূপ নিয়েছে, তা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম। এই রায়ের মাধ্যমে তা প্রমাণিত হলো।’

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম, মারুফা আক্তার পপি, শামসুন নাহার চাঁপা, অধ্যক্ষ রফিকুল ইসলাম, রেমন্ড আরেন প্রমুখ।

সূত্র:এনটিভি

সর্বশেষ - জাতীয়