শনিবার , ১৫ জুলাই ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বগুড়ায় এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

Paris
জুলাই ১৫, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

বগুড়ায় এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে আদমদিঘী উপজেলার মুরাইল এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২ জন।

আদমদিঘী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ট্রাকচালক ঢাকার কামরাঙ্গীচর গফুর প্রামাণিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

পুলিশ জানান, বগুড়া থেকে নওগামুখী একটি নষ্ট ট্রাক টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্য একটি মিনি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সেখানে ট্রাক মালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলামের মৃত্যু।

আদমদিঘী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন। তবে আহত সংখ্যা নিশ্চিত নয়।

সর্বশেষ - রাজশাহীর খবর