রবিবার , ৩০ এপ্রিল ২০২৩ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না

Paris
এপ্রিল ৩০, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন করার জন্য দেশে দেশে ধর্না দিয়ে বেড়াচ্ছে। তারা বলছে, সংবিধানের অধীনে নির্বাচন করবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের বাইরে নয়। আমরা আওয়ামী সরকার নয়, সংবিধান মোতাবেক তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন চাই।

রোববার (৩০ এপ্রিল) প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ইয়ুথ ফোরাম কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন একটি সময়ে এসে উপস্থিত হয়েছি যেখানে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, ভোটাধিকার নেই। অথচ সরকারি কর্মচারীরা এমন মিথ্যাচার করেন যাতে আমরা লজ্জিত হই। কিছুদিন আগে একজন বলেছেন যে বাংলাদেশের মানুষ বেহেশতে আছে। যদি বাংলাদেশের মানুষ বেহেশতে থাকে তাহলে দিনকাল, আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ হলো কেন? ডিজিটাল সিকিউরিটি আইনের কেন শামসকে গ্রেপ্তার করা হলো? মহা সমাবেশ বন্ধ করার জন্য ৭ ডিসেম্বর রুহুল কবীর রিজভীসহ নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করা হলো?

তিনি বলেন, মরা প্রতশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। সরকারকে স্বীকার করতে হবে ২০১৪ ও ১৮-তে নির্বাচন হয়নি। স্বীকার না করলে পতনের মুখ দেখতে হবে। তারেক জিয়া বলেছেন, ২৭ দফা দাবির মাধ্যমে তিনি দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করবেন। তারই মাধ্যমে একইসাথে আমরা ডিজিটাল সিকিউরিটি আইনও বাতিল করব।

বাংলাদেশে ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি