শনিবার , ১১ মার্চ ২০২৩ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবি শিক্ষার্থীদের সঙ্গে বিনোদরপুর বাজার ব্যবসায়ীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

Paris
মার্চ ১১, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিনোদপুর বাজারের ব্যবসায়ীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। শনিবার সন্ধ্যা ৬টার দিক থেকে এ ঘটনা শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষ দুদিকে অবস্থান নিয়ে আছেন লাঠি-সোঠা নিয়ে।

এরআগে, রাবি ক্যাম্পাসের ভিতরে ছাত্রলীগের নেতৃত্বে কয়েকশ শিক্ষার্থী অবস্থান নেয়। অপরদিকে বিনোদপুর বাজারে অবস্থান নিয়ে আছেন ব্যবসায়ীরা। সেখানে স্থানীয় আওয়ামী লীগের লোকজনও আছেন। এর আগে বাসের ভাড়াকে কেন্দ্র করে রাবি  শিক্ষার্থীর সঙ্গে এক হেল্পারের হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেটি স্থানীয় এক দোকানদার হস্তক্ষেপ করেন। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে পরে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন পরিস্থিতি স্বাভাবিক করতে সবাইকে নির্দেশ দিয়েছেন।

 

সর্বশেষ - রাজশাহীর খবর