বুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চীনের উভচর বিমান শিগগিরই আকাশে উড়বে

Paris
ফেব্রুয়ারি ১৫, ২০১৭ ৩:৪৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনের তৈরি বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান এজি-৬০০ শিগগিরই আকাশে উড়বে।

উভচর এ বিমানের ইঞ্জিন পরীক্ষা সফল হয়েছে। ২০১৭ সালের মাঝামাঝি আকাশে ওড়ানোর আশা করছেন চীনের বিজ্ঞানীরা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে আঞ্চলিক দ্বন্দ্বের কারণে সামরিক শক্তির ক্রম অগ্রগতি নিয়ে কাজ করছে চীন। নতুন ও সর্বাধুনিক সামরিক অস্ত্র তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছে চীন। তাদের উভচর বিমান এরই অংশ। তবে এ নিয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও যুক্তরাষ্ট্র উদ্বেগে আছে।

চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না (এভিআইসি) আট বছর চেষ্টা চালিয়ে উভচর বিমান এজি-৬০০ তৈরি করেছে। এটি বোয়িং ৭৩৭-এর মতো বড়। সমুদ্রে উদ্ধারাভিযান ও দাবানল বন্ধে কাজে লাগানো যাবে এটি।

গত বছর জুলাই মাসে বিমানটির মূল কাঠামো তৈরি হয় এবং নভেম্বর মাসে বিশ্বের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান ও ক্রেতাদের দেখানো হয় এজি-৬০০।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় জানানো হয়েছে, একবার উড্ডয়ন করে ৪ হাজার ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে এজি-৬০০। সর্বোচ্চ ওজন বহন ক্ষমতা ৫৩ দশমিক ৫ টন।

গত বছর নভেম্বর মাসে চীন তাদের স্টিলথ যুদ্ধবিমান জে-২০ প্রথমবার প্রদর্শনী উড্ডয়ন করে।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - আন্তর্জাতিক