নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেমিনার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর শাহ্ মখদুম কলেজে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে Uprising Possibilities of Renewable Energy for Bangladesh” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এসএম রেজাউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষক ওমর কামরুল ইসলাম। ইইই বিভাগের কো-অর্ডিনেটর এমদাদুল হকের সঞ্চালনায় সেমিনারে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক ও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জি/আর