সাত বছরের মধ্যে এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার নিম্ন

নিজস্ব প্রতিবেদক:

সাত বছরের মধ্যে এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের কমেছে। গত সাত বছরের চেয়ে এবার এ বোর্ডে পাশের হার নিম্ন। ২০১৬ সালের পর গত ৬ বছরে কখনোই ৮৬ ভাগের নিচে এসএসসিতে পাশের হার হয়নি। এ বছর সেটি নেমে রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৮৮। সারা দেশের গড় পাশের হারের চেয়েও এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে পাশের হার কমেছে। এবার মোট পাশ করেছে ১ লাখ ৬৭ হাজার ৫২১ জন শিক্ষার্থী।

এবার এ বোর্ডের অধিনে আটটি জেলা থেকে এক লাখ ৯৭ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৯৫ হাজার ১২৪ জন। এর মধ্যে ৮৫ দশমিক ৮৮ ভাগ পরীক্ষার্থী পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন।

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি। তারা পেয়েছে ২৩ হাজার ৩৭৫ জন। আর ছেলেদের মধ্যে পেয়েছে ১৯ হাজার ১৪২ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২০১৬ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৯৫ দশমিক ৭০। পরের বছর ২০১৭ সালে ছিল ৯০ দশমিক ৭০, ২০১৮ সালে ছিল ৮৬ দশমিক ০৭, ২০১৯ সালে হয় ৯১ দশমিক ৬৪, এরপর ২০১৯ সালে হয় ৯০ দশমিক ৩৪, গত বছর বেড়ে দাঁড়ায় ৯৪ দশমিক ৭১। এবার সেটি নেমে হয়েছে ৮৫ দশমিক ৮৮।

স/আর