শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চীনা আক্রমণের শঙ্কা দেখছেন তাইওয়ানের প্রেসিডেন্ট

Paris
নভেম্বর ১২, ২০২২ ১২:৫৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তাইওয়ানের প্রেসিডেন্ট আশঙ্কা প্রকাশ করেছেন, চীন ‘আক্রমণ’ চালাতে পারে। বেইজিংয়ের পক্ষ থেকে বারবারই সে ধরনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিকের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থ এএনআই এবং রুশ বার্তা সংস্থা আরটি জানিয়েছে, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন এক বিবৃতিতে চীনা আক্রমণের ‘প্রকৃত হুমকি’ প্রকাশ করেছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তৃতা লেখক এবং জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টা বেন রোডসের লেখা একটি নিবন্ধও উদ্ধৃত করেছে বার্তাসংস্থা আরটি। সেই নিবন্ধে সাই বলেছেন, তাদের সম্ভাব্য চীনা আক্রমণের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন।

তিনি আরো বলেছেন, এটা বাস্তব যে- ঘটনাটি (চীনা আক্রমণ) আমাদের সাথে ঘটতে পারে। এ বিষয়ে সত্যিকারের হুমকি রয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই বলেছেন, যদি (পিপলস লিবারেশন আর্মি) কঠোর কিছু করতে চায়, তাহলে (চীনা প্রেসিডেন্ট) শি চিনপিংকে তার মূল্য চুকাতে হবে। তাকে (সম্ভাব্য যেকোনো হামলার বিষয়ে) দু’বার ভাবতে হবে।

তিনি আরো বলেছেন, পশ্চিমা দেশগুলো- বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করছে। ইউক্রেন যুদ্ধ থেকে আমরা যা দেখতে পাচ্ছি তা হলো- পশ্চিমা দেশগুলো একত্রিত হয়ে ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করছে।
সূত্র: এএনআই

সর্বশেষ - আন্তর্জাতিক