বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পৃথিবীর শুষ্কতম স্থানে ১ হাজার বছর পর বন্যা!

Paris
আগস্ট ১১, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নেবাদা সীমান্তঘেঁষা এলাকা বিশ্বের শুষ্কতম অঞ্চলের পরিচিতি ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা হিসেবে।

১৯১৩ সালে ডেথ ভ্যালিতে ১২৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ৯ বছর ধরে বিশ্বরেকর্ড ছিল। সেন্টিগ্রেডের হিসাবে যেটি প্রায় ৫৪ ডিগ্রি! খবর দ্য গার্ডিয়ানের।

গত এক শতক ধরে বিশ্বের ভয়াবহতম জায়গাগুলোর তালিকায় রয়েছে এর নাম। বিশ্বের উষ্ণতম সেই স্থান এবার ভাসল বন্যায়!গত শুক্রবার কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে এখানে আকস্মিক বন্যা দেখা দেয়।

গত এক হাজার বছরে চতুর্থবার বন্যা পরিস্থিতি তৈরি হলো ডেথ ভ্যালিতে। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই বন্যা দেখা দেয় ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা।

গত ৮৬ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার ডেথ ভ্যালিতে বৃষ্টি হলো। গত শতাব্দীতে দুবার বৃষ্টি দেখেছিল সিয়েরা পর্বতের পাদদেশের এ উপত্যকা।

আর এবার প্রচণ্ড বৃষ্টিতে দেখা দিল আকস্মিক বন্যা। ফলে ‘ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের’ মধ্যে গত কয়েক দিনে এক হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন।

ভেসে গেছে বেশ কিছু যানবাহন। পুরো এলাকা থকথকে কাদায় ভরে যাওয়ায় উদ্ধারকাজ দেরি হচ্ছে বলে ক্যালিফোর্নিয়া প্রশাসন জানিয়েছে।

 

সুত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক