মঙ্গলবার , ১৪ জুন ২০২২ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রুশ হামলায় গুরুত্বপূর্ণ সব সেতু ধ্বংস, অচল হয়ে পড়েছে সেভেরোডোনেটস্ক

Paris
জুন ১৪, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইউক্রেনের অবরুদ্ধ সেভেরোডোনেটস্কের গুরুত্বপূর্ণ সব সেতু ধ্বংস করে ফেলেছে রুশ বাহিনী। বন্ধ হয়ে গেছে নাগরিকদের নিরাপদ উদ্ধার তৎপরতা ও জরুরি পণ্য সরবরাহ। আর তাতে কার্যত অচল হয়ে পড়েছে শহরটি।

সোমবার এ কথা জানান শহরটির গভর্নর। বলেন, রুশ সেনারা অঞ্চলটি পুরোপুরি দখলে নিতে না পারলেও ইতোমধ্যে ৭০ শতাংশ তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। এখনও সেখানে চলছে তীব্র লড়াই। তবে শহরে ঢোকার সবগুলো সেতু গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়া হামলা জোরদার করতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে রাশিয়া। চালানো হচ্ছে ভারি গোলাবর্ষণ। এমন অবস্থায় উদ্ধার তৎপরতা বন্ধ হয়ে যাওয়ায় বিপুল বেসামরিকের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।

মূলত, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সবচেয়ে তুমুল লড়াই হচ্ছে সেভেরোডোনেটস্কে। নগরীটি দখলের দ্বারপ্রান্তে বলেই দাবি করছে মস্কো। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, পুতিন বাহিনীকে এখনও প্রতিহত করে যাচ্ছে তাদের সেনারা।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক