রবিবার , ৫ জুন ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুরে পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Paris
জুন ৫, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত জেলা পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান ওরফে মতি এবং ঠিকাদার শরিফুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (৫জুন) দুপুরে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোসলেম উদ্দিন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে শুনানী শেষে চারজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ জারি করেন বলে জানা গেছে।

আগামী ১৮জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এর আগে বালু উত্তোলনের সাথে জড়িত চারজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নিতাই কুমার সাহা। ৬পাতার এই তদন্ত প্রতিবেদনে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িত স্থানীয় ঠিকাদার শরিফুল ইসলাম, নাটোর জেলা পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান ওরফে মতি, বনপাড়ার ঠিকাদার আব্দুল্লাহ আল মামুন ও মোস্তফা বেপারীকে অভিযুক্ত করা হয়।

জি/আর

সর্বশেষ - রাজশাহীর খবর