রাজশাহীতে মজুত বিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক:

বুধবার (১ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার রাজশাহী ও জেলা খাদ্য নিয়ন্ত্রক রাজশাহীর যৌথ উদ্যোগে মজুত বিরোধী অভিযান পরিচালনা করা হয়।  এতে রাজশাহী শহরের নয়টি চালের আড়তে অভিযান পরিচালিত হয় ৷

জানা গেছে, আড়তদারদের অবৈধ মজুদের বিষয়ে সতর্ক করা হয় এবং অবৈধ মজুদ পেলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়। এছাড়াও ফুড গ্রেইন লাইসেন্স গ্রহণপূর্বক তা প্রতি বছর নবায়নের পরামর্শ দেওয়া হয়। এর বাত্যয় হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয় ৷

রাজশাহীর গার্লস এন্ড বয়েজ ফ্যাশানকে আমদানিকারকের সিল না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মালেক হোটেল এন্ড রেস্টুরেন্টে বাচ্চাদের অস্বাস্থ্যকর পানীয় পেলে তা ধ্বংস করা হয় এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জি/আর