মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ীর সাত বছর করে কারাদণ্ড

Paris
এপ্রিল ১২, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে দুই মাদক ব্যবসায়ীর সাত বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে। এ ছাড়া আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবু সাঈদ (৩০) ও মো. হালিম (৩২)। রাজশাহীর পুঠিয়া উপজেলায় তাদের বাড়ি। আদালদের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

এন্তাজুল হক বাবু জানান, মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় ২০১৭ সালের ৩০ জানুয়ারি পুঠিয়া থানা পুলিশ বারইপাড়া খলিফাপাড়া মোড়ে অভিযান চালিয়ে এ দু’জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। সে সময় একজনের কাছে ৩০ পিস এবং অন্যজনের কাছে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়। এ নিয়ে পুলিশ মামলা করে দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
পরবর্তীতে আসামিরা জামিন পান। আর আদালতে মামলার বিচার চলতে থাকে। আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিলেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

জি/আর

সর্বশেষ - আইন আদালত