শুক্রবার , ১ এপ্রিল ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আক্রমণের জন্য পুনরায় সংগঠিত হচ্ছে রুশ বাহিনী : ন্যাটো

Paris
এপ্রিল ১, ২০২২ ৭:১৬ অপরাহ্ণ

ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন,  ইউক্রেনে রুশ বাহিনী তাদের আক্রমণ দ্বিগুণ করতে পুনরায় সংগঠিত হচ্ছে। তিনি আরো বলেছেন, রাশিয়া পুনরায় সংগঠিত, পুনরায় (অস্ত্র) সরবরাহ এবং শক্তিশালী হওয়ার চেষ্টা করছে।

যুক্তরাজ্য বলেছে, জর্জিয়া থেকে এক হাজার ২০০ থেকে দুই হাজার সৈন্য নিয়ে এসে পুনরায় শক্তি বৃদ্ধির চেষ্টা করছে রাশিয়া।

গত মঙ্গলবার মস্কো বলেছে, তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে কিছু সেনা প্রত্যাহার করে নেবে।

তারা এ-ও বলেছে, উত্তর ইউক্রেনে সামরিক তৎপরতা হ্রাস করে দক্ষিণ-পূর্বে দোনবাস অঞ্চলকে ‘মুক্ত’ করার দিকে মনোনিবেশ করা হবে।

মস্কোর এমন ঘোষণার পর বিষয়টি বিশ্লেষণ করেছে ন্যাটো। জেনস স্টলটেনবার্গ বলেছেন, সামরিক আগ্রাসনের ফল পাওয়ার ব্যাপারে রাশিয়ার লক্ষ্য পরিবর্তিত হয়নি।

তিনি আরো বলেছেন, আমরা দেখছি- শহরগুলোতে গোলাবর্ষণ অব্যাহত আছে। আমরা আরো দেখছি- রুশ কিছু সৈন্য পুনরায় অবস্থান নিচ্ছে, অনেককেই চারপাশে সরানো হচ্ছে। সম্ভবত দোনবাস অঞ্চলে নিজেদের প্রচেষ্টা জোরদার করবে মস্কো।

তিনি আরো বলেছেন, একই সময়ে কিয়েভ এবং অন্যান্য শহরের ওপর চাপ অব্যাহত রেখেছে রাশিয়া। সে কারণে আমরা আরো আক্রমণাত্মক পদক্ষেপের আশঙ্কা করতে পারি, যা আরো বেশি দুর্ভোগ বয়ে আনবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক