শুক্রবার , ১ এপ্রিল ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট প্রকট, বিক্ষোভে আটক ৪৫

Paris
এপ্রিল ১, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ

শ্রীলঙ্কায় ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের বাইরে সহিংস বিক্ষোভের জেরে কলম্বোর বেশ কয়েকটি অংশে রাতে কারফিউ জারি করা হয়েছিল। আজ ভোর ৫টা থেকে সেই কারফিউ প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রেসিডেন্টের বাসভবনের বাইরে সহিংস বিক্ষোভের জেরে অন্তত ৪৫ জনকে গতকাল আটক করা হয়েছে।

সেখানে আহতদের হাসপাতালে ভর্তির কথা জানিয়ে আরো বলা হয়েছে, বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার পর অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

কারফিউ জারি ছিল কলম্বোর উত্তর, দক্ষিণ, কলম্বোর কেন্দ্রস্থল, নুজেগোদা, মাউন্ট লাভিনিয়া এবং কেলানিয়া পুলিশ ডিভিশনে।

গতকাল বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্টের বাসভবনে ভাঙচুর চালানো শুরু করলে তাদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেখানকার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা চিৎকার করে স্লোগান দিচ্ছে। প্রেসিডেন্টের পরিবারের ক্ষমতাধর সদস্যদের পদত্যাগের জন্যও আহ্বান জানানো হচ্ছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক