শুক্রবার , ২৫ মার্চ ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আইপিএলে কোনো ইমপ্যাক্ট ক্রিকেটার ছাড়াই চমক দেখাবে তারা!

Paris
মার্চ ২৫, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ

শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৫তম আসর। প্রতিবারের মতো এবারও দারুণ এক টুর্নামেন্টের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে দলসংখ্যা বেড়ে ১০টি হওয়ায় মাঠের খেলা আরও জমবে বলে আশাবাদী সবাই।

আইপিএলের এবারের আসরে বাজিমাত করতে পারে কখনও চ্যাম্পিয়ন না হওয়া পাঞ্জাব কিংস- এমনটাই মনে করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার। তার মতে, দলে কোনো ইমপ্যাক্ট ক্রিকেটার না থাকাই পাঞ্জাবের জন্য বড় সুবিধার।

স্পোর্টস তাকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘পাঞ্জাব কিংস সেই দলগুলোর একটি যারা এখনও আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। আমি মনে করি এবার তাদের দলে কোনো ইমপ্যাক্ট ক্রিকেটার নেই। তবে এটিই দলের বড় উপকার করতে পারে।’

এর কারণ ব্যাখ্যা করে ভারতের সাবেক অধিনায়ক আরও যোগ করেন, ‘যখন কারও ওপর প্রত্যাশা অনেক কম থাকে, তখন চাপটাও অনেক থাকে। আর চাপ কম থাকলেই খেলোয়াড়রা মন খুলে নিজেদের মতো করে খেলাটা খেলতে পারে।’

পাঞ্জাব কিংস এবার চমক দেখাতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এই দিক থেকে আমার মতে, পাঞ্জাব কিংস এবার অনেক দলকে চমকে দিতে পারে। তারা শিরোপা জিতবে কি না সে বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি না। কারণ এটি টি-টোয়েন্টি ফরম্যাট এবং এখানে জয়ের ধারাবাহিকতায় থাকতে হয়।’

এবারের আইপিএলে পাঞ্জাবের অধিনায়কত্ব করবেন মায়াঙ্ক আগারওয়াল। এছাড়া দলে আছেন শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, কাগিসো রাবাদা, লিয়াম লিভিংস্টোনের মতো খেলোয়াড়রা। রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাঞ্জাব।

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - খেলা