মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাণীনগরে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতামূলক সভা

Paris
মার্চ ১৫, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

“মাদকাসক্তি রুখবোই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বোই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার বাস্তবায়নে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁদ আক্তার বানুর সভাপতিত্বে ও প্রশিকার রাণীনগর এরিয়া ম্যানেজার নুরু হোদার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রশিকার কেন্দ্রীয় কর্মী আব্দুল রহিম মোল্লা, বিভাগীয় ব্যবস্থাপক মো. জসিম উদ্দীন, শিক্ষক আব্দুস সোবাহান মৃধা।

এ সময় আলোচনা সভায় প্রশিকার রাণীনগর শাখার ম্যানেজার আশরাফুল ইসলাম, আতাউর রহমান, শিক্ষক মনোরঞ্জন দেবনাথ, প্রদীবসহ অন্যান্য শিক্ষক ও উন্নয়নকর্মী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া এদিন উপজেলার বড়গাছা গ্রামে প্রশিকার এক সদস্যের বাড়িতে সচেতনতামূলক উঠান বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

এএইচ/এস

 

সর্বশেষ - রাজশাহীর খবর