মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নিরাপদ যোগাযোগের হটলাইন সুযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নিরাপদ যোগাযোগের হটলাইন সুযোগ দেওয়া হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে একথা জানিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা রাশিয়ার ডিজিটাল হামলা ও যোগাযোগকে বাধাগ্রস্ত করতেও কাজ করছেন।
টাইমসের মতে, যুক্তরাষ্ট্র এবং জার্মানিভিত্তিক ইউএস সাইবার কমান্ডের কর্মীরা স্যাটেলাইট চিত্র এবং ইলেকট্রনিক আড়িপাতা ব্যবস্থা থেকে তথ্য সংগ্রহ করার দুয়েক ঘন্টার মধ্যেই তা ইউক্রেনের সামরিক বাহিনীকে দিচ্ছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সুরক্ষিত যোগাযোগ সরঞ্জাম সরবরাহ করেছে।
এর মাধ্যমে তিনি একটি নিরাপদ লাইনে জো বাইডেনকে ফোন করতে সক্ষম হবেন।
শনিবার জেলেনস্কি জো বাইডেনের সঙ্গে ৩৫ মিনিট ফোনে কথা বলেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সঙ্গে সঙ্গে (রিয়াল টাইম) গোয়েন্দা তথ্য শেয়ার করছে। তিনি আর বিস্তারিত কিছু বলেননি।
সূত্রঃ কালের কণ্ঠ