বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জয় পেলেই শীর্ষে বাংলাদেশ!

Paris
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় দ্বিতীয় ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

সঙ্গে এ ম্যাচটিতে জয় পেলে বাংলাদেশ ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে আসবে।

আফগানদের বিপক্ষে এ সিরিজের তিনটি ম্যাচই ওয়ানডে সুপার লিগের ম্যাচ। এ সুপার লিগের মাধ্যমে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কোন কোন দল খেলবে সেটি নির্ধারিত হবে।

বর্তমানে ৯০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে বাংলাদেশ। টাইগাররা সুপার লিগে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ৯টি ম্যাচে। হেরেছে বাকি চারটি ম্যাচে।

পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ইংল্যান্ড। ইংলিশদের পয়েন্ট ৯৫। ইংল্যান্ড ১৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ৯টি ম্যাচে। হেরেছে ৫টি ম্যাচে।  তাদের পয়েন্ট ৯৫। কারণ একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। আর পরিত্যক্ত ম্যাচের জন্য ৫ পয়েন্ট পেয়েছে তারা।

পয়েন্ট টেবিলে বর্তমানে তৃতীয়স্থানে আছে ভারত। তারা ১২টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৮টি ম্যাচে। হেরেছে ৪টি ম্যাচে। তাদের পয়েন্ট ৭৯। তবে ভারত যেহেতু ২০২৩ বিশ্বকাপের আয়োজক তাই তারা সরাসরি বিশ্বকাপে খেলবে।

সর্বশেষ - খেলা