মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যে মুসলিম দেশ ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিতে যাচ্ছে

Paris
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ

সোমবার সকল হুমকি ধামকি উপেক্ষা করে ইউক্রেনের বিরোধপূর্ণ লুহানেস্ক ও ডোনাস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন তিনি এক সরকারি আদেশ জারি করে এ সিদ্ধান্তের কথা জানান।

এরপর থেকে পুরো বিশ্বের প্রায় সবগুলো দেশ রাশিয়ার এমন উদ্যোগের নিন্দা জানিয়েছে।

তবে রাশিয়ার পর আরেকটি দেশ লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আর সেটি হলো বিশ্বের অন্যতম বড় মুসলিম দেশ সিরিয়া।

দিমিত্রি সাবলিন রাশিয়ার একজন সাংসদ, যিনি সিরিয়ার বিষয় নিয়ে কাজ করেন তিনি রাশিয়ার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

আর প্রেসিডেন্ট বাসার আল আসাদ জানিয়েছেন তিনি নতুন দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেবেন।

এ ব্যাপারে সাংসদ দিমিত্রি সাবলিন বলেন, আমি প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, সিরিয়া দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিতে প্রস্তুত আছেন যেভাবে ২০০৮ সালে জর্জিয়ার বিরোধপূর্ণ অঞ্চল দক্ষিণ ওসেতিয়া ও আবখাজিয়াকে স্বীকৃতি দিয়েছিলেন।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক