রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব পেয়েছি: রওশন এরশাদ

Paris
ফেব্রুয়ারি ২০, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ জানিয়েছেন, একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা অর্জন করেছি।  একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসীকে দেশমাতৃকার সেবায় কাজ করার আহ্বান জানান তিনি।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্য দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বাণীতে রওশন এরশাদ বাংলাভাষীসহ সব ভাষাভাষী জাতিগোষ্ঠীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

একই সাথে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের।

বিরোধীদলীয় নেতা তাঁর বাণীতে বলেন, একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা আর আত্নপরিচয়ের অধিকার অর্জন করেছি।  তাই গৌরবোজ্জ্বল প্রেরণা মহিমান্বিত আর চেতনা শানিত করার শক্তি হলো একুশে ফেব্রুয়ারি।

রওশন এরশাদ বলেন, বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতি তথা যা কিছু মহান সবকিছুতেই একুশের চেতনা বিদ্যমান। বাঙালি জাতিসত্বা বিকাশে যে সংগ্রামের সূচনা হয়েছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে।

তিনি বলেন, মাতৃভাষার যথাযোগ্য অবস্থান, মর্যাদা ও বিকাশ নিশ্চিত করতে এখনও আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। রাষ্ট্রীয়, শিক্ষাগত ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আজও হয়নি। রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে অর্জিত যে ভাষা তাঁর প্রতি এ উপেক্ষার বিষয়টি জাতি হিসেবে আমাদের সংকীর্ণ করে দেয়, এ সংকীর্ণতা কাটিয়ে ওঠা জরুরি।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়