বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ধামইরহাটে দিনব্যাপী সৌখিন খামারীদের পশু-পাখি প্রদর্শন

Paris
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে দিনব্যাপীর সৌখিন খামারীদের পশু-পাখি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ধামইরহাট পৌরসভার অন্তর্গত ধামইরহাট ফুটবল মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আয়োজন এ কর্মসূচী পালিত হয়।

ব্যতিত্রমধর্মী এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সৌখিন খামারীরা তাদের খামারের আর্কষণীয় ও দূর্লত জাতের পশু পাখির সমাহার ঘটায়। আঙ্গরত কলোনী গ্রাম থেকে সৌখিন খামারী মনজুরুল ইসলাম দেড় লক্ষ টাকা মূল্যের ২০ মাস বয়সী ৯০ কেজি ওজনের একটি হরিয়ান জাতের রাম ছাগল নিয়ে এসেছিল। চকমহেশ গ্রামের রেজুয়ান হোসেনের ৫৫ হাজার টাকা মূল্যের একজোড়া সাদা মন্টিয়ানো জাতের কবুতর সকলের নজর কাড়ে।

ধামইরহাট পূর্ব বাজারের খামারী মো.সামসুজ্জোহা হাকিম ৫ লক্ষ টাকা মূল্যের ২০ মণ ওজনের ষাড় সকলের দৃষ্টিকাড়ে। এর আগে বুধবার বেলা ১১টায় দিনব্যাপী সৌখিন খামারীদের সৌখিন পশু-পাখি প্রদর্শনী উদ্বোধন করেন মো.শহীদুজ্জামান সরকার এমপি। প্রদর্শনী চত্ত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো.মহির উদ্দিন,উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.দেলদার হোসেন,ভেটোনারী সার্জন ডা.রিপা রাণী,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রিপন রেজা,খামারী আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,উপজেলা বিআরডিবি কর্মকর্তা রামানন্দ সরকার,জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম সরদার,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল গনি, উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী,ভেটোনারী ফিল্ড এ্যাসিসটেন্ট আল মামুনুর রশীদ বিদ্যুৎ।

এএইচ/এস

সর্বশেষ - রাজশাহীর খবর