রবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পড়ে থাকা জুসের প্যাকেটে আড়াই কেজি স্বর্ণ

Paris
ফেব্রুয়ারি ৬, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত একটি জুসের প্যাকেটে আড়াই কেজি স্বর্ণ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোনার বারগুলো উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস।

এ ঘটনায় রোববার ভোর ৬টায় বিমানবন্দর থানায় একটি ঢাকা কাস্টমসের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। বিষয়টি  নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই নারগিস।

তিনি জানান, এটি পরিত্যক্ত হিসেবে মামলায় উল্লেখ করা হয়। মামলায় কোনো আসামির বিষয়ে উল্লেখ করা হয়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ২ ও ৩ নম্বর লাগেজে বেল্টের কাছে চেয়ারের নিচে একটি পরিত্যক্ত একটি জুসের প্যাকেট পায় প্রিভেন্টিভ দল। পরে প্যাকেটটি স্ক্যান করলে ভেতরে স্বর্ণের অস্তিত্ব টের পাওয়া যায়। প্যাকেটটি খুলে সেখানে ২২টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বার ১১৬ গ্রাম ওজনের যার মোট ওজন ২ কেজি ৫৫২ গ্রাম।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়