রবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যুবদলের সমাবেশে লাঠিচার্জ, আহত ২০ নেতাকর্মী

Paris
ফেব্রুয়ারি ৬, ২০২২ ১২:৩৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোরে যুবদলের প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে শহরের লালদীঘিরপাড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

 

সিরাজগঞ্জে যুবদল নেতা আকবার আলী হত্যার প্রতিবাদ সমাবেশে এ লাঠিচার্জ করা হয়।

তবে যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকারের দাবি, অনুমতি ছাড়াই সমাবেশ করেছে যুবদল। মানা করা হলে তারা পুলিশের ওপর হামলা করে। হামলা ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করেছে।

জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বলেন, সিরাজগঞ্জে যুবদল নেতা আকবার আলী হত্যার প্রতিবাদে বিকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিকাল সাড়ে ৪টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অতর্কিতভাবে সমাবেশে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় চেয়ার-টেবিলও ভাঙচুর করা হয়েছে।

তিনি বলেন, পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: যুগান্তর

সর্বশেষ - জাতীয়