মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

১০ নম্বর জার্সি পরেও হার এড়াতে পারলেন না মেসি

Paris
ফেব্রুয়ারি ১, ২০২২ ১২:৪০ অপরাহ্ণ

পিএসজিতে ৩০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে খেলছেন লিওনেল মেসি। যদিও ক্যারিয়ারের লম্বা সময় ধরে ১০ নম্বর জার্সিই ছিল মেসির ট্রেডমার্ক। ১০ নিয়েই বার্সেলোনায় খেলেছেন, দেশের হয়ে খেললেও ১০ নম্বর জার্সি পরেন মেসি।

অবশ্য পিএসজিতেও সেই সুযোগ ছিল তার। কিন্তু লুফে নেননি তিনি।

চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমালে বন্ধু নেইমার ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চাইলেও নেননি মেসি। খেলেছেন শুরুর দিককার ৩০ নম্বর জার্সি গায়ে।

তবে পিএসজিতে প্রথমবারের মতো মেসিকে দেখা গেল ১০ নম্বর জার্সি গায়ে।

সোমবার রাতে নিসের বিপক্ষে কোপা দি ফ্রান্সের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামে পিএসজি। ইনজুরির কারণে এই ম্যাচের স্কোয়াডে ছিলেন না নেইমার। তার অনুপস্থিতে ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামেন মেসি।

কিন্তু হার এড়াতে পারলেন না তিনি।

মেসি-ইকার্দি-ভেরাত্তিদের নিয়ে শক্তিশালী দলই নামিয়েছিলেন পচেত্তিনো। কিন্তু আবারও নিসের কোচ গালতিয়েরের কৌশলের জয় হয়েছে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর পেনাল্টিতে পিএসজিকে ৬-৫ গোলে হারিয়েছে নিস।

নেইমার না খেললে মেসিকে কেন ১০ নম্বর জাসি পরতে হবে? নিজের ৩০ নম্বর নিয়েই তো নামতে পারতেন!

আর্জেন্টাইন সাংবাদিক রয় নেমার জানিয়েছেন, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেটা সম্ভব ছিল না। নিয়ম অনুযায়ী, এই টুর্নামেন্টে ১ থেকে ১১ নম্বর পর্যন্ত জার্সি পরে নামতে হয় ফুটবলারদের। সেই নিয়মই মানেন মেসি।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা