শনিবার , ২৯ জানুয়ারি ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রুশ হামলা হবে ভয়ঙ্কর, বললেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা

Paris
জানুয়ারি ২৯, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার (সম্ভাব্য) আগ্রাসন হবে ‘ভয়ঙ্কর’ এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটতে পারে।

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া যে এক লাখের বেশি সৈন্য ও অস্ত্রসরঞ্জামের সমাবেশ ঘটিয়েছে তাকে শীতল যুদ্ধের পর সবচেয়ে বড় সৈন্য সমাবেশ হিসেবে বর্ণনা করেছেন জেনারেল মিলি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কূটনৈতিক উপায়ে সংঘাত এখনো এড়ানো সম্ভব।

রাশিয়া ইউক্রেনে আক্রমণের পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে।

মস্কো বলেছে, ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন হুমকিস্বরূপ।

স্থানীয় সময় শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল মিলি সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার মোতায়েন করা শক্তির মাত্রা বোঝাচ্ছে, আক্রমণের পরিণতি হবে গুরুতর।

তিনি আরও বলেছেন, ইউক্রেনের ওপর এই শক্তি প্রয়োগ করা হলে তার পরিণতি হবে গুরুতর, খুবই গুরুতর। এতে করে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটবে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল আরও বলেন, ঘন বসতিপূর্ণ শহুরে এলাকায় লড়াইয়ের ফল হবে ভয়ঙ্কর, তা হবে চরম ভয়ানক।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক