মঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রফিক-সাকিবের পর মিরাজের কীর্তি

Paris
জানুয়ারি ৪, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ

গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের দ্রুততম বোলার হিসেবে ১০০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এবার তিনি নতুন বছরের জানুয়ারিতে নাম লেখালেন ১০০ উইকেট ও ১০০০ রান করা অলরাউন্ডারদের ক্লাবে।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৮৮ বলে ৪৭ রানের কার্যকর এক ইনিংস খেলেছেন মিরাজ। এই ইনিংসে ৪৩তম রান নেওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে তার ১ হাজার রান পূরণ হয়ে গেছে।

যার সুবাদে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে ১ হাজার রান ও ১০০ উইকেটের ক্লাবের সদস্য হয়ে গেলেন ২৪ বছর বয়সী এ অফস্পিনিং অলরাউন্ডার।

বাংলাদেশের হয়ে সবার আগে মোহাম্মদ রফিক প্রবেশ করেন এই ক্লাবে। তার লেগেছিল ৩৩ ম্যাচ। পরে ২৮ ম্যাচেই এটি করে ফেলেন সাকিব আল হাসান। মিরাজের লাগলো ৩০টি ম্যাচ।

সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে ৭৩তম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০০ রান ও ১০০ উইকেটের মালিক হয়েছেন মিরাজ।

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - খেলা