সোমবার , ৩ জানুয়ারি ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্যাটিংয়ে নেমেছেন ৬ বাংলাদেশি ব্যাটার, ৪ জনই হাঁকালেন ফিফটি

Paris
জানুয়ারি ৩, ২০২২ ৯:৩২ পূর্বাহ্ণ

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ে টাইগাররা এগিয়ে যাচ্ছে লিডের দিকে।

প্রতিদেবদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩১১ রান। দলপতি মুমিনুল হক ৬৫ ও লিটন দাস ৫১ রানে ব্যাট করছেন। দুজনে এরই মধ্যে ১০৯ রানের জুটি গড়ে ফেলেছেন। নিউজিল্যান্ডের চেয়ে আর মাত্র ১৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে আছে ৬টি উইকেট।

এ পর্যন্ত ছয় জন ব্যাটার ব্যাট হাতে নেমেছেন। তাদের মধ্যে চার জনই ফিফটি করেছেন। মাহমুদুল হাসান জয় ৭৮ ও  নাজমুল হোসেন শান্ত ৭৮ রান করে সাজঘরে ফিরেছেন। কিউইদের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন পেসার নিল ওয়াগনার। ট্রেন্ট বোল্টের শিকার একটি উইকেট।

এর আগে, নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয়। ১২২ রান করেন ডেভন কনওয়ে, ৫২ রান করেন উইল ইয়ং। ৭৫ রান এসেছে হেনরি নিকোলসের ব্যাট থেকে। ‍শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট দখল করেছেন। মুমিনুল হক শিকার করেছেন ২টি উইকেট।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা