রবিবার , ১২ ডিসেম্বর ২০২১ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আগামী আইপিএল হতে পারে ভারতেই

Paris
ডিসেম্বর ১২, ২০২১ ১১:০৮ অপরাহ্ণ

করোনাভাইরাসের মাঝেই আইপিএলের গত আসরের আয়োজন করেছিল বিসিসিআই। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়। বাকি অংশ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপও ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরানো হয়। তবে ২০২২ আইপিএল ভারতে করার বিষয়ে আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে সৌরভ বলেছেন, ‘আমি মনে করি, আমরা খারাপ সময় পেরিয়ে এসেছি। আশা করি, আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব। কারণ এটি ভারতেরই টুর্নামেন্ট এবং এটি যখন ভারতে খেলা হয়, তখন এর পরিবেশ সম্পূর্ণ আলাদা। ভারতে এখন আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলা হচ্ছে। আমরা নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছি। আমরা নিজেরাও দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজ রয়েছে। তাই আমি মনে করি, সবচেয়ে খারাপ সময়টা পার করে এসেছি।’

এদিকে ওমিক্রণের জন্য দক্ষিণ আফ্রিকা সফর বাতিলের কথা ভাবছে না বিসিসিআই। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ আরও বলেছেন, ‘কোভিড সমস্যা থাকা সত্ত্বেও আইপিএলকে দুবাইতে নিয়ে গিয়ে শেষ করতে সফল হয়েছি আমরা। আমাদের ঘরোয়া ক্রিকেট আগের মতোই চলছে। গত বছর মহামারীর কারণে কিছুটা বিরতি ছিল। আমরা প্রায় প্রতিটি টুর্নামেন্ট শেষ করেছি। জানুয়ারিতে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। জুনিয়র ক্রিকেট চলছে। এবং এখনও পর্যন্ত কোভিড নিয়ে সমস্যায় পড়তে হয়নি।’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা