রবিবার , ১২ ডিসেম্বর ২০২১ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভেনেজিয়ার বিপক্ষে জুভেন্টাসের হোঁচট

Paris
ডিসেম্বর ১২, ২০২১ ১২:২০ অপরাহ্ণ

ইতালিয়ান সিরি আ’য় ফের পয়েন্ট ভাগাভাগি করল জায়ান্ট জুভেন্টাস। শনিবার রাতে পিয়ার লুইগি পেনজো স্টেডিয়ামে স্বাগতিক ভেনেজিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে তুরিনের ক্লাবটি।

গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে মালমোর বিপক্ষে খেলা একাদশ থেকে সাতটি পরিবর্তন নিয়ে সিরি’আর ম্যাচে মাঠে নামে আলেগ্রির শিষ্যরা। ম্যাচের ত্রয়োদশ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন দলটির আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। ৩২তম মিনিটে পেলেগ্রিনির দূর্দান্ত এক ক্রস থেকে গোল করে জুভেন্টাসকে লিড এনে দেন অ্যালভেরো মোরাতা। লিড নিয়েই বিরতিতে যায় জুভেন্টাস।

বিরতি থেকে ফিরেই ডি বক্সের বাইরে থেকে জোরালো এক শটে গোল শোধ করে ম্যাচে সমতা আনেন ভেনেজিয়ার ইতালিয়ান মিডফিল্ডার আরামু। এরপর বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরোর নৈপুণ্যে গোল বঞ্চিত হয় জুভেন্টাস। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।

১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ছয়ে আছে জুভেন্টাস। ১৬ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ভেনেজিয়া। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা