‘লিটন-সৌম্যকে নিয়ে অনেক কথা হচ্ছে’

সিল্কসিটি নিউজ ডেস্ক:

লিটন দাস ও সৌম্য সরকার দীর্ঘদিন হলো জাতীয় দলে খেলছেন। ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সৌম্য আর ২০১৫ সাল থেকে খেলছেন লিটন। লম্বা সময় ধরে জাতীয় দলের হয়ে খেলছেন তারা।

সৌম্য সরকার ইতোমধ্যে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৪৩ ম্যাচ খেলছেন। আর লিটন দাস খেলেছেন ১১৮ ম্যাচ।

জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে খেলার পরও ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না এই দুই তারকা ক্রিকেটার। যে কারণে তাদের একটু বিশ্রাম দেওয়া উচিত বলে মনে করছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

দেশের একটি জনপ্রিয় অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক অধিনায়ক সুজন বলেন, লিটন-সৌম্যর কথা যদি বলি, অনেক দিন ধরে খেলছে। কিন্তু তাদের ধারাবাহিকতা নেই। এটা নিয়ে অনেক কথাও হচ্ছে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি যে তারা দুজনই দারুণ খেলোয়াড়। আমার চোখে তারা সেরা খেলোয়াড়দের তালিকায় রয়েছে। কিন্তু তাদের দিয়ে হচ্ছে না। তাদের একটা বিশ্রাম দরকার ছিল। সেই ব্যাপারটাই আমরা আসলে চিন্তা করেছি।